Rakib Rabbani

” বৃষ্টি “লেখাঃ রাকিব রাব্বানী

আজ বৃষ্টি যেন তার ভরা যৌবনেভিজিয়ে দিল তোমার মন।

তোমার শাড়ির আঁচলে মেখে দিল স্নিগ্ধতার নরম স্পর্শ।

নাকের ডগায় লেগে থাকা বিন্দু কনা জল যেন স্পর্শকাতর

ভোরের শিশির বিন্দুর ন্যায় শিহরন জাগিয়ে তুললো রুক্ষ প্রকৃতিতে।

তোমার ভেজা চুলের ঘ্রাণে মাতিয়ে তুললো আকাশ মাটির বৃষ্টি ভেজা মাতাল নৃত্য।

তৃষ্ণার্ত প্রকৃতিতে অমৃতসুধায় ছড়িয়ে দিল একরাশ সজীবতা আর কদমফুলের সুবাস।

তোমার বৃষ্টিস্নাত তৃষিত হৃদয়ে, নূপুর পায়ের ঝুমুর ঝুমুর তালে ঝরে পড়া অঝোর ধারার বৃষ্টিতে,জুঁই, কেয়া, চামেলী ফুলের গন্ধে যেন মাতোয়ারা হয়ে উঠলো গোটা পৃথিবী।

তাই আবার যখন ভালোবাসতে আসবে,আমাকে বৃষ্টি বলেই সম্বোধন করো

তাতে কলঙ্কের দায়ভার কিছুটা আমিও নিতে সক্ষম হবো ।।

Scroll to Top