Rakib Rabbani

"নীলাম্বরীর গল্প"

রাকিব রাব্বানী

বির্মষ চিত্তে তোমার বক্ষদেশ ভেদিয়া চিবুকের লোলুপ দৃষ্টিখানা যেন আমার অচেতন মনের করিডোরে এক অদ্ভুত অনুভূতির জন্ম দিল ;

আক্ষেপের দাঁড়িপাল্লা ভারি হয়ে আমাকে ভীষণ খরাতেও সিক্ত করে তুললো তোমার অপলক দৃষ্টিখানা ৷ ক্ষনে ক্ষনে এই মন ভাবতে থাকল তোমার সেই নিখুঁত পদচারণা আর তোমার বিমূর্ত মুখখানার কিন্চিৎ লাজুকতার দৃশ্যপটি ৷

তাই কোন এক অজানা অনুভতির আচড়ে তোমাকে ভেবে ভেবে আজও আমি বিনিদ্র রজনী কাটাই ৷

যদি ভুল করে বৃষ্টি ভেজা শহরের কোন এক গলিরমোড়ে আবার তোমার দেখা পাই, তবে সাহস করে বলেই ফেলব এ মনের লুকনো সব অব্যক্ত কথামালা ৷

না ! এ কোন রূপকথার গল্প নয় , নয় কোন অগাধ প্ৰেমকাব্যের শেষ অন্তরা, এ হচ্ছে আমার কল্পনার জগতে ভেসে আসা কোন এক নীলাম্বরির গল্প ৷৷

Scroll to Top