ছেড়ে যাওয়া সমাধান নালেখাঃ রাকিব রাব্বানী
পৃথিবী গোলাকার তাই হয়ত এখানে কেউ হারিয়ে যাবে না । শুধু হারিয়ে যাবে কিছু স্বপ্ন কিছু চিরচেনা আনুভুতি ! একদিন সবাইকেই মরতে হবে কিন্তু বাহ্যিক এই দেহটা বাচিয়ে রেখে যে মানুষটা দিনের পর দিন একাকিত্বের রোশানলে তিলে তিলে নিজেকে প্রতিনিয়ত মরতে দেখে তার কাছে মৃত্যুটা কেবল’ই একটি দৈহিক প্রস্থান মাত্র।
আপনি অন্য কারো হাতে হাত রেখে সূর্যাস্ত দেখা পছন্দ করতেই পারেন!কিন্তু আপনার চলে যাওয়ায় যে মানুষটা দিকবিদিক হারিয়ে মনের অন্ধকারে নিজকে এতটা গুটিয়ে নিয়েছে,সে মানুষটা কষ্টের বুকে মাথা রখে ঠিক কতটা ভালো আছে ?
যে মানুষটা আপনার মুখের এক চিলতে হাসি ধরে রাখার জন্য এতটা পথ পাড়ি দিয়াছে,সেই মানুষটার পায়ে পা মিলয়ে একটি বারও ঐ পথ হেটে দেখের চেষ্টা করে দেখেছেন,তার পথ চলা কতটা কঠিন ছিল ?
ছেড়ে যাওয়ার আগে একটি বারও কি ভেবে দেখেছিলেন ঐ মানুষটার এক একটি দীর্ঘশ্বাসে কতগুলো স্বপ্নের অপমিত্রু হতে পারে ?
প্রশ্ন হাজারটা করা যায়,হয়তো সব প্রশ্নের কোন না কোন একটা উত্তর ও থাকে।কিন্তু যে প্রশ্নের উত্তরে আপনার বিবেক নিজের কাছে প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ হয়,আপনি কি নিশ্চিত ভাবে বলতে পারবেন সে উত্তরগুলো আপনার অসহায়ত্বের কারন হবেনা ?
ভুল সবার’ই থাকে কিন্তু ছেড়ে যাওয়া-ই যদি সব কিছুর সমাধান হতো,তাহলে ছেড়ে যাওয়ার প্রতিযোগিতায় আপনিও কোন একদিন পরাজিত হবেন। কারন মানুষ হিসেবে আপনি ও কোনো না কোনো ভাবে অপরিপূর্ন। তাই আপনি আজ যাকে ছেড়ে, অন্য কারো কাছে ভালথাকার জন্য ছুটে জাচ্ছেন,সে ও হয়তো কোন এক দিন আপনাকে ছেড়ে আরও একটু বেশি ভাল থাকার সন্ধান করতেই পারে! আসলে..হয়তো আমরা অন্যকে ভালবাসি নিজকে সুখে রাখার জন্য কিন্তু ভালবাসার ব্যপ্তি কি শুধুই প্রাপ্তি কিংবা পূর্নতার মাফকাঠিতেই সীমাবদ্ধ ? নাকি হাজারও কষ্টের মঝে নিজের ষোলো আনার বিপরীতে গিয়ে ছোট্ট কোন অনুভূতিকে আগলে বেঁচে থাকার মাঝেও ভালবাসা বিদ্যমান ?
সত্যি বলতে ভালবাসাটা একটি আপেক্ষিক বিষয়, চাইলে-ই আপনি কাউকে ভালোবেসে সুখের সাগরে ভাসতে পারবেন না,আবার শত কষ্টের মাঝেও “ভালবাসি ” এই কথাটি বুকে লালন করে আপনি বেঁচে থাকেতে পারবেন অনন্তকাল….